প্রি-পেইড মিটারের কোন কোডে কোন সার্ভিসের তথ্য পাবেন বিস্তারিত জেনে নিন

বিদ্যুতের বিল দিতে আর ব্যাংকে যাওয়া লাগে না বাড়িতে বসেই দেয়া যায়। বর্তমানে প্রিপেইড মিটার হওয়াতে বিল দেওয়ার লাস্ট ডেট করে তা জানার প্রয়োজন হয় না। প্রিপেইড মিটারে আগে থেকেই টাকা রিচার্জ করে নিতে হয়। প্রিপেইড মিটারের কোন নম্বরে কোন তথ্য দেখা যাবে তা কি জানেন?
প্রিপেইড মিটারের কোন কোডে কোন সার্ভিসের তথ্য পাবেন বিস্তারিত জেনে নিন

হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে প্রিপেইড মিটারের বিভিন্ন তথ্য দেখার জন্য যে নম্বরগুলো আছে তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আসুন আর দেরি না করে জেনে যাক কোন নম্বরে কোন তথ্য জানা যাবে সে সম্পর্কে।

ভূমিকাঃ

বর্তমানে বিদ্যুতের বিল দুই ভাবে দেওয়া যায়। একটি হলো পোস্ট পেইড, আরেকটা হলো প্রিপেইড। প্রিপেইড মিটার হচ্ছে মোবাইলের মত, আগে টাকা রিচার্জ করতে হয় তারপর ব্যবহার। এই ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন তথ্য জানা লাগে যেমন- ব্যালান্সের মেয়াদ করে শেষ হবে, কত টাকা মিটারে আছে, কত তারিখে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ইত্যাদি।

পেজ সূচিপত্রঃ

০০ এমাজেন্সি ব্যালেন্স গ্রহণ (ধারকৃত)
800 মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান
801 বর্তমান ব্যালান্সের (টাকা) পরিমান
802 বর্তমান তারিখ দেখা
803 বর্তমান সময় দেখা
804 মিটারের সিরিয়াল নম্বর
806 রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ
807 মিটারের অবস্থা দেখা
808 বর্তমান সংযুক্ত লোড
809 ট্যারিফের সূচক দেখা
810 ইমার্জেন্সি ব্যালান্সের পরিমান
811 ইমার্জেন্সি ব্যালান্স সচল (Activate) রাখতে
812 সংকেত (Alarm) বন্ধ করা
813 কত দিনের বিদ্যুতের ব্যবহার
814 বর্তমান মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমান
815 সর্বশেষ রিচার্জের তারিখ
816 সর্বশেষ রিচার্জের সময়
817 সর্বশেষ রিচার্জের পরিমান
819 বিদ্যুৎ বন্ধের সময়
লেখকের মন্তব্যঃ

০০ এমাজেন্সি ব্যালেন্স গ্রহণ (ধারকৃত)

প্রিপেইড মিটারের টাকা হঠাৎ শেষ হয়েগেলে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায়। ‍এমার্জেন্সি ব্যালেন্স পেতে ০০ প্রেস করতে হবে। তারপর অপশান আসবে সেখান থেকে এমার্জেন্সি ব্যালেন্সের অপশনে গিয়ে ব্যালেন্স নেওয়া যাবে।

800 মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান

কতটা বিদ্যুৎ ব্যবহার করলেন দেখার জন্য ৮০০ প্রেস করতে হবে। এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিটে (K.W.H) পরিমান জানা যাবে এই নম্বর প্রেস করে।

801 বর্তমান ব্যালান্সের (টাকা) পরিমান

বর্তমানে মিটারের ব্যালান্স কত টাকা আছে সেটা জানার জন্য ৮০১ প্রেস করতে হবে। বিদ্যুৎ ব্যবহারের সময় মাঝে মাঝে মিটারের ব্যালান্স জানাটা অনেক জরুরী। ব্যালান্স চেক না করলে কখন টাকা শেষ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি টেরও পাবেন না।

802 বর্তমান তারিখ দেখা

বর্তমান মাসের কত তারিখ চলছে তা সো করবে। অনেক সময় মনে থাকে না আজ মাসের কত তারিখ বা আর কতদিন আছে এই মাস শেষ হতে ইত্যাদি জানতে ৮০২ প্রেস করুন।

803 বর্তমান সময় দেখা

সময় দেখার জন্য ৮০৩ প্রেস করতে হবে। আপনি যেই সময় মিটার চেক করছেন সেই সময়টা কত? বা কয়টা বাজে না জানা যাবে এই নম্বরে প্রেস করলে।

804 মিটারের সিরিয়াল নম্বর

মিটারের সিরিয়াল নম্বর কত তা অনেক সময় মনে থাকে না। যেহেতু মিটারের সিরিয়াল নম্বর প্রতিদিন প্রয়োজন হয় না, তাই এই নম্বরটা অনেকেরই মনে থাকে না। মন ভোলা লোকের জন্য এই সিস্টেম ৮০৪ প্রেস করুন আর জেনে মিটারের সিরিয়াল নম্বর।

806 রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

রিলে সংযোগ বিচ্ছিন্ন হয়েগেলে ৮০৬ নম্বরে প্রেস করুন। রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সুবিধা হবে।

807 মিটারের অবস্থা দেখা

আপনার মিটারের অবস্থা হাল হকিকত সব কিছু জানতে হলে ৮০৭ নম্বরে প্রেস করুন। মাঝে মধ্যেই এই নম্বরে প্রেস করে মিটারের বর্তমান অবস্থা দেখে নেয়া ভালো।

808 বর্তমান সংযুক্ত লোড

বর্তমান চলমান লোড (K.W) জানতে ৮০৮ নম্বরে প্রেস করুন। বিদ্যুতের লোড কম-বেশি হলে মাঝে মাঝে চেক করে নিতে পারেন।

809 ট্যারিফের সূচক দেখা

সংযুক্ত লোড। অর্থাৎ সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (K.W) জানতে হলে ৮০৯ পুশ করে জেনে নিন।

810  ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

ইমার্জেন্সি যে ব্যালেন্স নেয়া হয়েছে তার পরিমান জানতে হলে ৮১০ নম্বর প্রেস করতে হবে।

811 ইমার্জেন্সি ব্যালান্স সচল (Activate) রাখতে

অনেক সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা হয় সে ক্ষেত্রে ৮১১ নম্বর পুশ করে ইমার্জেন্সি ব্যালেন্স সচল করতে হবে।

812 সংকেত (Alarm) বন্ধ করা

কোন কারণে যদি প্রিপেইড মিটার থেকে সংকেত দিতে থাকে বা এলারাম বাজতে থাকে তবে ৮১২ প্রেস করে তা বন্ধ করা যাবে। অর্থাৎ তাৎক্ষনিক কোন সংকেত বন্ধ করতে চাইলে ৮১২ চাপুন এবং বন্ধ করুন।

813 কত দিনের বিদ্যুতের ব্যবহার

কত দিনের বিদ্যুতের ব্যবহার দেখার জন্য। আপনার মিটারে কতদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তা এই কোড দিয়ে জানা যাবে।

814 বর্তমান মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমান

বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমাণ দেখার জন্য। মাস শেষে বিদ্যুৎ খরচের হিসাব জানতে এই কোডটি ব্যবহার করে জেনে নিন বর্তমান মাসের বিদ্যুতের ব্যবহার সম্পর্কে।

815 সর্বশেষ রিচার্জের তারিখ

সর্বশেষ রিচার্জের তারিখ দেখার জন্য। আপনি সর্বশেষ কবে মিটার রিচার্জ করেছেন তা দেখতে হলে এই কোডটি ব্যবহার করুন।

816 সর্বশেষ রিচার্জের সময়

সর্বশেষ রিচার্জের সময় দেখার জন্য। রিচার্জের সঠিক সময় জানতে হলে এই কোডটি ব্যবহার করে জেনে নিন মিটার রিচার্জের সঠিক সময়।

817 সর্বশেষ রিচার্জের পরিমান

সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখার জন্য। কত টাকার বা কত ইউনিটের রিচার্জ শেষবারে করা হয়েছে তা দেখতে এই কোডটি কাজে লাগবে। অনেকে ভূলে যান কত টাকা রিচার্জ করেছিলেন, তাদের জন্য এটি কাজে লাগবে।

819 বিদ্যুৎ বন্ধের সময়

বিদ্যুৎ বন্ধের সময় দেখার জন্য। কখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে তা জানতে হলে এই কোড ব্যবহার করতে হবে। অনেক সময় এমন হতে পারে বাইরে কোথাও বেড়াতে গেছেন বাসায় এসে দেখছেন বিদ্যুৎ বন্ধ হয়েগেছে তখন এটি কাজে লাগবে বন্ধের সঠিক সময় জানার জন্য।

সবুজ LED অন - ব্যালেন্স পর্যাপ্ত
লাল LED অন - ব্যালেন্স পর্যাপ্ত নয়
লাল LED পূনঃ পূনঃ জ্বললে - ব্যালেন্স অতি সামান্য

লেখকের মন্তব্যঃ

প্রিপেইড মিটার যেহেতু অনেকের কাজেই নতুন, তাই প্রতিটি কোডই আপনার বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও সঠিক এবং নিয়ন্ত্রিত করার সুযোগ দেয়। এই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার বিদ্যুৎ ব্যবহারের অবস্থা, খরচ এবং অন্যান্য বিষয় সম্পর্কে সচেতন থাকতে পারবেন। এই পোস্ট থেকে উপকৃত হলে ধন্য হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪