যে সব ঔষধ বাসায় সব সময় রাখা আবশ্যক সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন
সুস্থ্যতা হচ্ছে সব চেয়ে বড় নেয়ামত। আমরা সুস্থ্য থাকার জন্য কতকিছুেই না করে থাকি, তারপরেও মাঝে মধ্যে অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে পড়ি। অসুখ-বিসুখ তো বলে আসবেনা তাই বাসায় সব সময় কিছু ঔষধ রাখা প্রয়োজন। কোন কোন ঔষধ রাখা আবশ্যক তাকি জানেন ?
হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি, তা হাচ্ছে বাসায় সব সময় কোন কোন ঔষধগুলো রাখা আবশ্যক এবং কোন ঔষধের কোন কাজ। এখানে জানতে পারবেন সাধারণত কোন কোন সমস্যাগুলো আমাদের মাঝেমধ্যেই হয়ে থাকে।
ভূমিকাঃ
প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের সকলের বাসাবাড়িতে কিছু প্রয়োজনীয় দ্রব্য এবং ঔষধ রাখা প্রয়োজন। দূর্ঘটনা বা অসুখ-বিসুখ বলেকয়ে আসে না। একটা বক্সের মধ্যে কিছু সরঞ্জাম ও ঔষধ রেখেদিলে হঠাৎ পয়োজন হলে তা ব্যবহার করে সাময়িক রক্ষা পাওয়া যেতে পারে। গ্যাসের ঔষধ, মাথা ব্যাথা, জ্বর, সর্দি-কাশি এই সমস্ত অসুখের জন্য কিছু ঔষধ বাসায় রাখা যেতেই পারে।
পেজ সূচিপত্রঃ
সারজেল ২০
নাপা একট্রা
এসপিরিন ৭৫
ফ্লাজিল ৪০০
ফেক্রোফেনডিন ১২০
এমলোকার্ড
নাপা ৫০০
খাওয়ার স্যালাইন
স্যাভলন
লেখকের মন্তব্যঃ
সারজেল ২০
ফার্মাকোলজি ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাষ্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত H+/K+ ATPase এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্থ করে।
সারজেল-২০ মি.গ্রা. ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) ঔষধ, যা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), পেটের আলসার এবং Zollinger-Ellison syndrome (ZES) এর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পেটের অ্যাসিড উৎপাদন কমিয়ে রোগ উপশম করে। খাবার খাওয়ার ১ ঘন্টা আগে সারজেল সেবন করা উত্তম। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
নিম্নলিখিত ক্ষেত্রে সারজেল ২০ মি.গ্রা. ক্যাপসুল নির্দেশিত হয়ঃ-
- গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) এর লক্ষণ উপশমে।
- Erosive esophagitis হলো খাদ্যনালীর আস্তরণে ক্ষত সারাতে সাহায্য করে।
- সারজেল-২০ অ্যামোক্সিসিলিন ও ক্ল্যারিথ্রোমাইসিন এর সাথে যুক্ত হয়ে জীবাণু নির্মূল করে এবং আলসারের ক্ষত সারাতে সাহায্য করে।
- সারজেল ২০ অ্যাসিড উৎপাদন কমিয়ে গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।
নাপা একট্রা
নির্দেশনা প্যারাসিটামল জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মচ্কে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তদূর্ধ্ব বয়স্কদের চিকিৎসায়: ১-২ টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি ৪-৬ ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। সর্বোচ্চ মাত্রা ২৪ ঘণ্টায় ৮ টি ট্যাবলেট।
১২ বছরের কম শিশু: এটি ১২ বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য নয়।
এসপিরিন ৭৫
এসপিরিন একটি বেদনা উপশমক যা মাথা ব্যথা, ক্ষণস্থায়ী পেশীকঙ্কালে ব্যথা এবং ঋতুকষ্টে ব্যবহৃত হয়ে থাকে। এর প্রদাহরােধী বৈশিষ্ট্য এবং জ্বরনাশক বৈশিষ্ট্য রয়েছে যা অত্যন্ত প্রয়ােজনীয়। এ্যাসপিরিন এর এন্টেরিক কোটিং আন্ত্রিক গােলযােগ, পরিপাকতন্ত্রের ঝিল্লির প্রদাহসহ ক্ষত ইত্যাদি অনেকাংশে কমিয়ে দেয়।
এটি শরীরের মধ্যে যৌগ উৎপাদনের সাথে হস্তক্ষেপ করে যা ব্যথা, জ্বর, প্রদাহ এবং রক্ত জমাট বাঁধা সৃষ্টি করে। অ্যাসপিরিন ব্যথা চিকিৎসা, এবং জ্বর বা প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এটি কখনও কখনও হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং বুকের ব্যথা (অ্যানজিনা) রোধ বা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়।
আপনি যদি দাঁতের ব্যথা বা পিরিয়ডের ব্যথার মতো স্বল্পস্থায়ী ব্যথার জন্য এসপিরিন গ্রহণ করেন তবে আপনাকে এটি শুধুমাত্র ১ বা ২ দিনের জন্য নিতে হবে। আপনি যদি এটি একটি দোকান, সুপারমার্কেট বা ফার্মেসি থেকে কিনে থাকেন এবং ৩ দিনের বেশি অ্যাসপিরিন ব্যবহার করতে চান তবে পরামর্শের জন্য আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন।
ফ্লাজিল ৪০০
ফ্লাজিল হল একটি অ্যান্টিবায়োটিক যা যৌনি, পাকস্থলী, যকৃত, ত্বক, জয়েন্ট, মস্তিষ্ক এবং মেরুদন্ড, ফুসফুস, হৃদপিন্ড বা রক্তপ্রবাহের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় । ফ্ল্যাজিল ট্রাইকোমোনিয়াসিসের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়, একটি পরজীবী দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ।
ডায়রিয়ার চিকিৎসার জন্য ফ্ল্যাজিল ব্যবহার করবেন না যদি না একজন ডাক্তার এই ব্যবহারের জন্য এটি নির্দিষ্টভাবে নির্দেশ করেন । যদি আপনার গুরুতর ডায়রিয়া হয় যা জলযুক্ত, রক্তাক্ত, বা শ্লেষ্মা, পেট বা অন্ত্রের ক্র্যাম্পিং বা ব্যথা বা জ্বর থাকে, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে কল করুন। ডায়রিয়া হলে অবশ্যই খাওয়ার স্যালাইন খাবেন, যতবার পায়খানা হবে ততোবার।
ফেক্রোফেনডিন ১২০
অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, সাইনুসাইটিস, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা,নাক দিয়ে অনবরত জল পড়া,অনবরত হাঁচি, চোখ ও ত্বক চুলকানো, চোখ চুলকানো প্রভৃতি ক্ষেত্রে প্রতিষেধক রূপে এটি ব্যবহার করা হয়। এটি খড় জ্বর এবং ছত্রাকের মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসার জন্যও ব্যবহার হয়।
এমলোকার্ড
অ্যাম্লোক্যাড ৫এম জি ট্যাবলেট (AMLOCAD 5MG TABLET) ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে কাজ করে যা রক্তবাহী বাহক গুলিকে প্রসারিত করে রক্ত প্রবাহ উন্নত করে। এটি এঙ্গিনা উচ্চ রক্তচাপ এবং করোনারি হৃদরোগের জন্য ব্যবহার করার। অন্যান্য ঔষধগুলি কাজ করতে ব্যর্থ হলে হৃদয় ব্যর্থতা ক্ষেত্রে এটির সুপারিশ করা হয়।
নাপা ৫০০
নাপা জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মচ্কে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী। এটি বাতজনিত ও অস্টিওআর্থ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায় কার্যকরী।
খাওয়ার স্যালাইন
ডায়রিয়া, অতিরিক্ত বমি বা যেকোনো পানিশূন্যতা রোগেই দেওয়া হয় ওরস্যালাইন বা মুখে খাওয়ার স্যালাইন। ওরস্যালাইন মূলত শরীরে লবণ এবং পানির ঘাটতি পূরণের জন্যই দেওয়া হয়ে থাকে। তবে অনেকেই আছেন একটু দুর্বল লাগলে ভাবেন একটা স্যালাইন নিলে ভালো হতো। বা এক–দুই গ্লাস স্যালাইন খেয়ে নিলেই হয়।
স্যাভলন
স্যাভলন সাধারণত একটি এন্টিসেপটিক তরল হিসাবে বিক্রি হয়। এটি ছোট কাটা-ছেঁড়া, ফোসকা এবং ছোটখাটো পোড়া সহ ত্বকের ক্ষততে সংক্রমণ রোধ এবং প্রাথমিক চিকিৎসার কিটে এটি ব্যবহৃত হয়। স্যাভলন পরিসীমায় বিক্রি হওয়া অন্যান্য দ্রব্যের মধ্যে স্বাস্থ্যকর সাবান, অ্যান্টিসেপটিক ক্রিম এবং নিরাময় জেল অন্তর্ভুক্ত রয়েছে।
লেখকের মন্তব্যঃ
প্রিয় পাঠক বৃন্দ আশা করি উপরে বর্ণিত আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। বাসায় সব সময় দরকারি ঔষধ রাখা অত্যান্ত জরুরি। কিছু কমন ঔষধ আছে যেগুলো সব সময় বাসায় রাখবেন। তবে আপনার পরিবারের জন্য কোন কোন ঔষধ বেশি দরকার হয় সেই ঔষধগুলো কিছু কিছু করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url