সিপিএ মার্কেটিং কি সিপিএ মার্কেটিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়
বর্তমান সময়ে সবাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চাই। অনলাইনে কাজের মাধ্যমে টাকা ইনকামের অনেক গুলো মাধ্যম রয়েছে। তার মধ্যে সিপিএ একটি মাধ্যম। আপনি কি জানেন ? সিপিএ মার্কেটিং কি ?
হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সাথে সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে কত টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সিপিএ মার্কেটিং অনলাইন কাজের মধ্যে জনপ্রিয় ও অন্যতম মাধ্যম।
ভূমিকাঃ
সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। অনেকে সিপিএ মার্কেটিং করে খুব সহজে ঘরে বসে ভাল পরিমান অর্থ অনায়াসেই ইনকাম করছেন । সিপিএ মার্কেটিং এর কাজ তেমন কোন কঠিন কাজ নয়। সিপিএ মার্কেটিং এ সাধারণত ছোট ছোট কাজ করে অর্থ উপার্যন করা যায়।
সূচীপত্রঃ
সিপিএ মার্কেটিং কি
সিপিএ মার্কেটিং এর কাজ কি
সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়
সিপিএ মার্কেটিং করতে কি কি থাকা প্রয়োজন
সিপিএ মার্কেটিং কোথায় শিখবো
সিপিএ মার্কেটিং এ কি ধরনের কাজ পাওয়া যায়
লেখকের মন্তব্য
সিপিএ মার্কেটিং কি
প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবন ব্যবস্থাকে সহজ থেকে সহজতর করে তুলেছ। অনলাইন থেকে ইনকাম করার কথা কয়েক বছর আগেও মানুষ চিন্তা করতে পারেনি, কিন্তু এখন মানুষের ইনকামের সবচেয়ে বড় মাধ্যেম হয়ে দাঁড়িয়েছে অনলাইন।
ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পণ্যের মার্কেটিং পর্যন্ত সবকিছুই এখন ইন্টারনেট ব্যবহারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বর্তমান ইন্টারনেটে বড় একটি জায়গা দখল করে আছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর রয়েছে অনেক শাখা প্রশাখা। তার মধ্যে সিপিএ (CPA) মার্কেটিং অন্যতম।
CPA মার্কেটিং এর মুল রূপ হল Cost Per Action বা Cost Per Acquisition। CPA মার্কেটিং মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর এমন একটি শাখা, যার মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে অনলাইনে কোনো প্রোডাক্ট, বিজনেস বা সার্ভিস এর রেফারেন্স শেয়ারের মাধ্যমে ভার্চুয়াল মার্কেটিং ঘটিয়ে তার বিনিময়ে কমিশন লাভের মাধ্যমে ইনকাম করা।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে CPA মার্কেটিং। এখানে আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে। যেমন, রেজিষ্টেশন, ইমেইল সাবমিট, পিন সাবমিট অথবা অ্যাপ ডাউনলোড ইত্যাদি।
সিপিএ মার্কেটিং এর কাজ কি
অনেকেই সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কে একই জিনিস মনে করে থাকেন, আসলে বিষয়টি এক নয়। সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজের ধরন কিছুটা মিল থাকলেও দুইটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস এর অ্যাফিলিয়েট করবেন
সেই অ্যাফিলিয়েট লিঙ্কে যদি ক্লিক করে কেউ যদি সেই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনে তাহলেই আপনি অ্যাফিলিয়েট এর কমিশন পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার দেয়া অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে পণ্য কিনতে হবে যদি না কিনে তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন না এবং আপনার ইনকাম হবে না।
অথচ CPA মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কোন পণ্য বা সার্ভিস বিক্রির কোন ঝামেলা নেই। আপনি যদি নিদিষ্ট সার্ভিস বা কাজটি করতে পারেন তাহলে আপনার ইনকাম আসবে। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর কাজের ধরন একই হলেও কিছুটা পার্থক্য রয়েছে। নতুনদের জন্য অ্যাফিলিয়েট থেকে সিপিএ মার্কেটিং এর কাজ অনেক সহজ। কারণ এখানে বিক্রির কোন ঝামেলা নেই। নির্দিষ্ট কাজটি করলেই ইনকাম হবে।
সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়
সিপিএ মার্কেটিং এ কাজ করতে হলে প্রথমে আপনাকে বিভিন্ন ধরনের সিপিএ মার্কেটিং ওয়েবসাইটে অংশগ্রহণ করে কোন একটি প্রোগ্রামে অংশ নিন। এখানে অন্যান্য মার্কেটিং এর মত সিপিএ মার্কেটিং এর অফার গুলা প্রমোশন করার জন্য দুটি মার্কেটিং পদ্ধতি তে কাজ করতে পারেন একটি ফ্রি মার্কেটিং পদ্ধতি অন্যটি পেইড মার্কেটিং পদ্ধতি।
১) ফ্রি মার্কেটিং
ফ্রিতে CPA মার্কেটিং করতে হলে আপনার একটি ব্লগ ওয়েবসাইট থাকতে হবে এবং তার সাথে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে। যদি ভিজিটর বেশি না থাকলে তাহলে কন্টেন্ট লিখে ভিজিটর বাড়ান। যেহেতু ফ্রি তে মার্কেটিং করছেন সেহেতু আপনাকে এমন কন্টেন্ট লিখবেন যেন বেশি বেশি ভিজিটর আপনার সাইটটি ভিজিট করে।
তাহলে আপনার CPA অফার গুলা তাদের কাছে পৌঁছাবে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকবেন। যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার লিংকডিন, ইন্সট্রাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়াতে বেশি করে প্রচার করবেন। একটি কথা মাথায় রাখবেন সেটা হল ফ্রি মার্কেটিং এ আপনাকে একটু বেশি সময় ব্যয় করতে হবে এবং বেশি পরিশ্রম করতে হবে।
২) পেইড মার্কেটিং
পেইড মার্কেটিং করতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, কিছু টাকা খরচ করলে ফলাফল অনেক বেশি ভাল পাবেন ফ্রি মার্কেটিং এর চাইতে । পেইড মার্কেটিং এর বিশেষ একটি সুবিধা হল ফ্রি মার্কেটিং থেকে এখানে আপনি লিড খুবই দ্রুত সংগ্রহ করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং এর যে মাধ্যম গুলা রয়েছে ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম এই সকল মাধ্যমে কিছু টাকা খরচ করে মার্কেটিং করলে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌছানো যায়। আপনি যদি সঠিক উপায়ে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি মার্কেটিং এর পিছনে যে টাকা খরচ করবেন সেটা উঠে আসবে অল্প সময়ে লাভ সহ।
সিপিএ মার্কেটিং করতে কি কি থাকা প্রয়োজন
আপনি যদি সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে আয় করতে আগ্রহী হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে যেসব বিষয় আপনার প্রয়োজন হবে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো , সিপিএ মার্কেটিং সম্পর্কে সঠিক জ্ঞান। সঠিক জ্ঞান ছাড়া আপনি কখনোই এ কাজ সফলতার সাথে করতে পারবেন না।
কম্পিউটার বা ল্যাপটপ
আপনি যদি সিপিএ মার্কেটিং এর কাজ করে অর্থ আয় করতে চান তাহলে আপনার সর্বপ্রথম একটি সচল কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন। কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আপনি সিপিএ মার্কেটিং এর কাজ করতে পারবেন না অন্য কোন ডিভাইস দিয়ে।
২. দ্রুতগতির ইন্টানেট সংযোগ
সিপিএ মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ভিত্তিক একটি ইনকাম মাধ্যম। সেহেতু আপনার ডিভাইসে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। শুধু ইন্টারনেট থাকলেই হবেনা ইন্টারনেট যেন দ্রুতগতি সম্পূর্ণ হয় সেদিকেও লক্ষ রাখতে হবে।
৩. ই-মেইল অ্যাকাউন্ট
সিপিএ মার্কেটিং করার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে উপরোক্ত সকল বিষয়ের সাথে আপনার একটি সচল ই-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে। সিপিএ মার্কেটিং করার জন্য বিভিন্ন ওয়েব সাইডে অ্যাকাউন্ট খুলার জন্য ই-মেইল অ্যাড্রেস লাগবে।
৪. নিজেস্ব একটি ওয়েব সাইড বা ব্লগ সাইট
সিপিএ মার্কেটিং করার জন্য আপনার একটি নিজেস্ব ওয়েব সাইড বা ব্লগ সাইড থাকা প্রয়োজন। যেখানে আপনি অফার লিংক সহ আপনার কাজের উপর ভিত্তি করে তৈরি করা কনন্টেগুলো পোস্ট করতে পারেন। এটি হতে পারে কোন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া সাইট, ই-কমার্স সাইট এবং কোনো ব্লগ সাইট অথবা ওয়েবসাইট।
৫. ভিজিটর বা ট্রাফিক
উক্ত বিষয়গুলোর সাথে আপনার ওয়েব সাইডে ভিজিটর বা ট্রাফিক বাড়ানো প্রয়োজন। কারন ভিজিটর বা ট্রাফিক ছাড়া সিপিএ মার্কেটিং করা যায় না আর আপনি সিপিএ মার্কেটিং করলেও সেখাবে ভালো ফলাফল আশা করা যাবেনা। আপনার সাইডে ভাল পরিমান ভিজিটর থাকলে ফ্রিতে ভাল পরিমান মার্কেটিং করতে পারবেন।
৬. সিপিএ নেটওয়ার্ক
সিপিএ মার্কেটিং করার জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ যে উপাদান তা হলো, একটি CPA নেটওয়ার্ক বা প্লাটফর্ম যেখান থেকে CPA মার্কেটিং এর অফারসমূহ পাওয়া যাবে। এক্ষেত্রে সবসময় ভালো মানের CPA প্লাটফর্ম নির্বাচন করতে সচেতন হতে হবে।
সিপিএ মার্কেটিং কোথায় শিখবো
আপনাদের জন্য সুখবর হচ্ছে MSB Academy-টি কিন্তু CPA Marketing Success নামের একটি বেস্টসেলিং কোর্স রয়েছে। কোর্সটিতে বেসিক থেকে শুরু করে মার্কেটিং এর এডভান্স এবং একদম শুরু থেকে ইনকাম করা পর্যন্ত সব কিছু লাইভ প্রজেক্টের মাধ্যমে শিখানো হবে।
কোর্সটিতে আপনি একবার জয়েন হলে পাবেন লাইফটাইম কোর্স এক্সেস + ফ্রি কোর্স আপডেট এবং অভিজ্ঞ মেন্টরের লাইফ টাইম সাপোর্ট যা আপনার কাজে আরও সুন্দর এবং সহজ করে দিবেন এবং আপনার ইনকাম বাড়িয়ে দিবে।
সিপিএ মার্কেটিং এ কি ধরনের কাজ পাওয়া যায়
CPA মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ তাই দিন দিন এর চাহিদা অনেক বাড়ছে। এবং সাথে সাথে কাজের পরিধি অনেক বাড়ছে। সিপিএ মার্কেটিং এ বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে Pay per download, Pay per lead এবং Pay per sale
১) Pay per download
এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি। অর্থাৎ আপনি প্রতি ডাউনলোড এখানে টাকা পাবেন। ধরুন, কোন একটি সফটওয়্যার কোম্পানী অফার দিল যে, তাদের সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারলে প্রতি ডাউনলোডে ২ ডলার করে দেয়া হবে। এখন আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করে দিতে পারেন তাহলে প্রতি ডাউনলোডে ২ ডলার করে পাবেন।
২) Pay per lead
এধরনের অফার গুলো হয় সাইন আপ, ইমেইল সাবমিট ইত্যাদি।
৩) Pay per sale
এধরনের অফারগুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।
এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে যেমন- সিপিএ মার্কেটিং এর নির্ধারিত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন কোম্পানির email submission করানো, application, software অথবা কোন game download করানো, form fill up করানো, form registration করানো, survey জমা দেওয়া, বিভিন্ন ওয়েবসাইটে sign up করানো, call offer করা ইত্যাদি।
লেখকের মন্তব্যঃ
প্রিয় পাঠক আশাকরি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনার কোন মতামত থাকলে কমেন্ট এ জানিয়ে রাখতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের হোম পেজ ফলো করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url