২০২৪ সালের আটটি বিভাগের (সকল জেলার) সাহরি ও ইফতারের সময়সূচী
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচী জানতে চান ? আজকের আর্টিকেলে এই সম্পর্কে আলোচনা করবো। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সব থেকে মর্যাদা ও গুরুত্বপূর্ণ মাস হলো মাহে রমজান। তাই বাংলাদেশের সকল বিভাগের মানুষের জন্য সাহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ নিচে উল্লেখ করা হলো।
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচী আমাদরে অনেকের জানা নাই। তাই বিস্তারিত ভাবে বাংলাদেশের সকল জেলার সাহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ সম্পর্কে জেনে নিন।
সূচীপত্রঃ
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি
ঢাকা বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
রাজশাহী বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
বরিশাল বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
চট্টগ্রাম বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
খুলনা বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
সিলেট বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
রংপুর বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
ময়মনসিংহ বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
উপসংহার
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব। মাহে রমজান মুসলিমদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ । আল্লাহ তা’আলা এই মাসের ফজিলতের কারণে বান্দার সকল ভালো আমলের নেকী ১০ গুন থেকে ৭০০ গুন পর্যন্ত বাড়িয়ে দেন। অর্থাৎ অন্য মাসে কোরআনের একটি হরফ বললে ১০ নেকী দেওয়া হয়,
কিন্তু কেউ যদি রমজান মাসে কোরআনের একটি হরফ পড়ে তবে তার নেকী হবে ১০ থেকে ৭০০ পর্যন্ত । রমজান মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের অধিক হরে ক্ষমা করতে থাকেন। এক বর্ণনায় বলা হয়েছে যে, যারা রমজান মাস পাওয়ার পরও তাদের গুনাহ ক্ষমা করে নিতে পারলোনা তাদের মত হতভাগা আর নাই।
রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হয়। সাধারণত আল্লাহতালার ভয়ে নেকীর আসায় সুবহেসাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম পালন করা বলে। সিয়াম পালনের জন্য আমাদেরকে সুবহেসাদিক হওয়ার আগে একটি নির্দিষ্ট সময়ে সাহরি খেতে হয় এবং সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করে সিয়াম ভঙ্গ করতে হয়।
একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের অবশ্যই রমজানের সাহরি এবং ইফতারের সময়সূচি সম্পর্কে জেনা জরুরী। কারণ এই সময় গুলো জানা থাকলে আমরা খুব সহজেই সাহরী এবং ইফতার করতে পারবো। তাই আপনাদের সামনে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা নির্ধারিত সময়সূচি উল্লেখ করা হলো।
যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা তাই ঢাকার সময়সূচী অনুযায়ী নিজের জেলার কিছুটা কম বেশি করে সময় নির্ধারণ করা হয়। আমরা এখানে (+) এবং (-) চিহ্ন দ্বারা সকল জেলার সময়সূচী উল্লেখ করব। সাধারণত আপনার জেলার (+) চিহ্ন থাকলে ঢাকা জেলার সময়ের সাথে সময় যোগ করবেন। যদি (-) চিহ্ন থাকে তাহলে ঢাকা জেলার সাথে সময় বিয়োগ করবেন।
ঢাকা জেলার জন্য সাহরি ও ইফতারের সময়সূচী
ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সাহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে এগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান বিভাগ হলো ঢাকা। সাধারণত ঢাকা বাংলাদেশের রাজধানী তাই প্রতিবছর ইসলামিক ফাউন্ডেশন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার সাহরি ও ইফতারের সময় সূচি প্রকাশ করে থাকে।
জেলার নাম -- সাহরি সময় -- ইফতার সময়
গাজীপুর জেলা -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নরসিংদী জেলা -- (-২) মিনিট -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
শরীয়তপুর জেলা -- (+২) মিনিট -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নারায়ণগঞ্জ জেলা -- ঢাকা জেলার সঙ্গে -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
টাঙ্গাইল জেলা -- ঢাকা জেলার সঙ্গে -- (+২) মিনিট
কিশোরগঞ্জ জেলা -- (-২) মিনিট -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মুন্সীগঞ্জ জেলা -- ঢাকা জেলার সঙ্গে -- (-১) মিনিট
ফরিদপুর জেলা -- (+২) মিনিট -- (+২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মানিকগঞ্জ জেলা -- (+১) মিনিট -- (+২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মাদারীপুর জেলা -- (+২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
রাজবাড়ী জেলা -- (+৪) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
গোপালগঞ্জ জেলা -- (+৪) মিনিট -- (+১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
রাজশাহী বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে যেহেতু আলোচনা করছি সেহেতু বাংলাদেশের অন্যতম শিক্ষা নগ রাজশাহী বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করলাম। রাজশাহী বিভাগের মধ্যে মোট আটটি জেলার রয়েছে। যেহেতু রাজশাহী বিভাগ উত্তর এবং পশ্চিম এর একটি বিভাগ তাই সবার পরে রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় ইফতার এবং সাহরি সময় শেষ হয়।
জেলার নাম -- সেহরির সময় -- ইফতার সময়
রাজশাহী জেলা -- (+৫) মিনিট -- (+৭) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
চাঁপাইনবাবগঞ্জ জেলা -- (+৬) মিনিট -- (+১০) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নাটোর জেলা -- (+৪) মিনিট -- (+৭) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
বগুড়া জেলা -- (+১) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
পাবনা জেলা -- (+৪) মিনিট -- (+৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
সিরাজগঞ্জ জেলা -- (+১) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
জয়পুরহাট জেলা -- (+২) মিনিট -- (+৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নওগাঁ জেলা -- (+৩) মিনিট -- (+৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
শুধু মাত্র রাজশাহী জেলার জন্য সাহরি ও ইফতারির সময়সূচী
বরিশাল বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
বরিশাল বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে আলোচনা করবো নিচে। বরিশাল বিভাগ ছয়টি জেলা নিয়ে গঠিত হয়েছে। সাধারণত যারা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় বসবাস করেন তারা ঢাকা শহরের ইফতার এবং সাহেরির যে সময়সূচী উল্লেখ করা হয়েছে সেই সময়সূচি অনুযায়ী সময় যোগ এবং বিয়োগ করে নেবেন।
জেলার নাম -- সাহরির সময় -- ইফতার সময়
বরিশাল জেলা -- (+২) মিনিট -- (-২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
পিরোজপুর জেলা -- (+৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ভোলা জেলা -- (+২) মিনিট -- (-৩) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
বরগুনা জেলা -- (+৫) মিনিট -- (-২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ঝালকাঠি জেলা -- (+৩) মিনিট -- (-১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
পটুয়াখালী জেলা -- (+৪) মিনিট -- (-২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
চট্টগ্রাম বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। এখন আমরা বাংলাদেশের অন্যতম বৃহত্তম চট্টগ্রাম বিভাগে যে সকল জেলা রয়েছে সেই জেলা গুলোর ইফতার এবং সাহরীর সময় দেখাবো। চট্টগ্রাম বিভাগ ১১ টি জেলা নিয়ে গঠিত হয়েছে। যদি আপনি চট্টগ্রাম বিভাগের কোন জেলায় বসবাস করে থাকেন তাহলে ইফতার এবং সাহরির সময়সূচি জানুন।
জেলার নাম -- সাহরির সময় -- ইফতার সময়
চট্টগ্রাম জেলা -- (-২) মিনিট -- (-৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
কুমিল্লা জেলা -- (-৩) মিনিট -- (-৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
লক্ষীপুর জেলা -- (-১) মিনিট -- (-৩) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
চাঁদপুর জেলা -- (-১) মিনিট -- (-২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
খাগড়াছড়ি জেলা -- (-৫) মিনিট -- (-৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
কক্সবাজার জেলা -- (-১) মিনিট -- (-১০) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
বান্দরবান জেলা -- (-৪) মিনিট -- (-১০) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নোয়াখালী জেলা -- (-১) মিনিট -- (-৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
রাঙ্গামাটি জেলা -- (-৪) মিনিট -- (-৯) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ব্রাহ্মণবাড়িয়া জেলা -- (-৪) মিনিট -- (-৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ফেনী জেলা -- (-২) মিনিট -- (-৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
খুলনা বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
খুলনা বিভাগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি বিভাগ। ১০ টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছে। পশ্চিমের জেলাগুলো খুলনা বিভাগে অবস্থিত। যারা খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বসবাস করে সাধারণত তাদের জন্য নিচে সাহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হলো।
জেলার নাম -- সাহরির সময় -- ইফতার সময়
খুলনা জেলা -- (+৬) মিনিট -- (+২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
যশোর জেলা -- (+৬) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মেহেরপুর জেলা -- (+৭) মিনিট -- (+৭) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নড়াইল জেলা -- (+৫) মিনিট -- (+২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
কুষ্টিয়া জেলা -- (+৫) মিনিট -- (+৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
বাগেরহাট জেলা -- (+৫) মিনিট -- (+১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
চুয়াডাঙ্গা জেলা -- (+৬) মিনিট -- (+৬) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ঝিনাইদহ জেলা -- (+৫) মিনিট -- (+৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মাগুরা জেলা -- (+৪) মিনিট -- (+৩) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
সাতক্ষীরা জেলা -- (+৮) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
সিলেট বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশের অন্যতম একটি প্রধান বিভাগ সিলেট। সিলেট বিভাগের যে সকল জেলা রয়েছে সেই জেলা গুলোর সাহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হবে। মাত্র চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত হয়েছে। সিলেট বিভাগের জেলা গুলোর সাহরি ও ইফতারের সময়সূচি নিচে উল্লেখ করা হলো।
জেলার নাম -- সাহরির সময় -- ইফতারের সময়
সিলেট জেলা -- (-৯) মিনিট -- (-৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
সুনামগঞ্জ জেলা -- (-৭) মিনিট -- (-২) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
হবিগঞ্জ জেলা -- (-৬) মিনিট -- (-৩) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
মৌলভীবাজার জেলা -- (-৮) মিনিট -- (-৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
রংপুর বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশের যে কয়টি বড় বিভাগ রয়েছে এগুলোর মধ্যে রংপুর বিভাগ অন্যতম । মোট আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত হয়েছে। বাংলাদেশের সবথেকে দেরিতে ইফতার করে থাকে রংপুর বিভাগের মানুষজন কারণ এটি বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
জেলার নাম -- সাহরির সময় -- ইফতারের সময়
রংপুর জেলা -- (+১) মিনিট -- (+৮) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
দিনাজপুর জেলা -- (+২) মিনিট -- (+১০) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
গাইবান্ধা জেলা -- (+১) মিনিট -- (+৬) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
পঞ্চগড় জেলা -- (+২) মিনিট -- (+১১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
লালমনিরহাট জেলা -- (+২) মিনিট -- (+১০) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ঠাকুরগাঁও জেলা -- (+২) মিনিট -- (+১১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
কুড়িগ্রাম জেলা -- (+১) মিনিট -- (+৭) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নীলফামারী জেলা -- (+১) মিনিট -- (+৭) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
ময়মনসিংহ বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি
সর্বশেষ বাংলাদেশের যে বিভাগ সংযোজন করা হয়েছে সেটি হল ময়মনসিংহ বিভাগ। মাত্র চারটি জেলা নিয়ে এই বিভাগ গঠিত হয়েছে। আপনারা যারা ময়মনসিংহ বিভাগের মধ্যে বিভিন্ন জেলায় বসবাস করেন তারা এই জেলা গুলোর ইফতার এবং সাহরীর সময়সূচি জেনে নিন।
জেলার নাম -- সাহরীর সময় -- ইফতারের সময়
ময়মনসিংহ জেলা -- (-২) মিনিট -- (+১) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
নেত্রকোনা জেলা -- (-৫) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
শেরপুর জেলা -- (-২) মিনিট -- (+৩) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
জামালপুর জেলা -- (-২) মিনিট -- (+৪) মিনিট -- ঢাকা জেলার সঙ্গে
উপসংহারঃ
২০২৪ সালের সাহরি ও ইফতারের সময়সূচি আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলে আমরা বিস্তারিত ভাবে বাংলাদেশের ৬৪ জেলার সাহরি এবং ইফতারের সময়সূচি উল্লেখ করেছি। সাধারণত প্রথমে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সেই অনুযায়ী কোন জেলার কত মিনিট যোগ হবে বা কত মিনিট বিয়োগ হবে সে হিসাব অনুযায়ী প্রতিটি জেলার সাহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হয়েছে।
আশা করি আপনারা নিজ নিজ জেলার সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এতক্ষণ আমাদের আর্টিকেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক বিষয় জানতে হলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url