স্ক্রিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেন বিস্তারিত জেনে নিন

প্রিয়া পাঠক আসসালামুয়ালাইকুম, অনেক আর্টিকেল আছে যেগুলো শুধুমাত্র লেখার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। কিছু ছবি উপস্থাপন করলে আর্টিকেলটি পাঠকের নিকট আর বোধগম্য হয়। আপনি কি আপনার কোন আর্টিকেলে স্ক্রিনশট ব্যবহার করে ছবি অথবা ডকুমেন্ট যুক্ত করতে চান ? 
স্ক্রিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেন

তা তাহলে আসুন, স্ক্রিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেন তা জেনে নিন। সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে।

এখানে আরো যে বিষয়গুলো জানতে পারবেন। কিভাবে গ্রামাটিকাল এরর সংশোধন করা যায় এবং কপিরাইটের বিভিন্ন নীতিমালা ও প্রয়োগ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

ভূমিকা
অনেকে মনে করেন আর্টিকেল লেখার জন্য সুন্দর একটা ফিচার যুক্ত করে কিছু তথ্য উপস্থাপন করে পাবলিশ করলেই হয়ে যায়। আসলে কিন্তু সে রকম নয়। এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু যুক্ত করতে হয় যেগুলো শুধুমাত্র ফিশার ইমেজ এবং লেখার মাধ্যমে ১০০% বোঝানো সম্ভব নয়। 

সবাই চায় তাদের পোস্ট বা আর্টিকেল কোয়ালিটি (ইউনিক) সম্পন্ন হোক। আর এজন্য কিছু কিছু পোস্টে স্ক্রিনশট যুক্ত করতে হয়।

স্কিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেন
আর্টিকেলের মধ্যে স্ক্রিনশট যুক্ত করার নিয়ম
গ্রামারটিকাল এরর সংশোধন করার নিয়ম
কপিরাইটিং বিশ্লেষণ
প্লেগারিজম কি এবং এটি করা উচিত নয় কেন
আর্টিকেলস স্পিনিং ও ক্রাপিং বিশ্লেষণ

স্কিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেন

যারা মোবাইল ফ্যান ব্যবহার করেন তাদের মধ্যে স্ক্রিনশট টা কি এটা অনেকেই জানেন। আবার অনেকের কাছে এ বিষয়টি অজানা থাকতে পারে। মোবাইলে স্ক্রিনশট নেওয়ার জন্য একেক ফোনের স্ক্রিনশট একেক রকম হয়ে থাকে। যেমন কিছু মোবাইলে ভলিউম আপ এবং ভলিউম ডাউন অপশন দুটি একসঙ্গে চাপ দিলে স্ক্রিনশট হয়ে যায়। 

আর কোন মোবাইল আছে যেটাতে ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিলে স্ক্রিনশট হয়ে যায়। আবার কোন কোন মোবাইলে মোবাইলের স্ক্রিনের উপর থেকে তিন আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিলে স্ক্রিনশট হয়ে যায়। এই ছবিগুলো মোবাইল গ্যালারি অথবা অ্যালবামের স্ক্রিনশট ফোল্ডারে সেভ হয়ে যায়। 

একটা স্ক্রিনশট নিতে গিয়ে তার বাইরের কিছু অংশ চলে আসে যে অংশটি আমাদের প্রয়োজন নেই সে অংশটি মোবাইলের ক্রপ বাটনে গিয়ে কেটে নিতে হয়। কম্পিউটারে স্ক্রিনশট নেয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটি উল্লেখ করা হলো। 

আপনি যে পেজটার স্ক্রিনশট নিবেন সে পেজটি স্ক্রিনের উপর রাখবেন এবার স্টার্ট বাটনে ক্লিক করে স্লিপিং টোল তারপর ওপেন এবার নিউ অপশন ক্লিক করে যে অংশটুকু স্ক্রিনশট নিব সে অংশ সিলেক্ট করে সেই অংশটুকু সেভ করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস একসাথে চাপ দিয়ে সেভ করা যায়। 

স্ক্রিনশট নেওয়ার সময় যদি অপ্রয়োজনে অংশ চলে আসে তবে সেটি করে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলা যায়। এজন্য আপনাকে ফটোশপ সফটওয়্যার ওপেন করতে হবে এবং কন্ট্রোল ও একসাথে চাপ দিয়ে স্ক্রিনশট নেওয়া সেই অংশটি ওপেন করতে হবে ক্রপ টুল এ রাইট বাটন ক্লিক করে উপরের টোল টা নিতে হবে। 

এবার স্ক্রিনশট নেওয়া অংশটির উপর রাইট ক্লিক করে ক্লিয়ার রেশিও করে নিতে হবে। এবার যে অংশটি বাদ দিতে চাই ডান বাম উপর নিচ থেকে ধরে ধরে কেটে নিতে হবে। স্ক্রিনশটটি ঠিকমতো কাটা হয়ে গেলে উপরে টিক মার্ক দিয়ে নিতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ আবার অন্যের ছবি ব্যবহার করে। 

এই ব্যবহার ঠেকানোর জন্য আমরা স্ক্রিনশটের উপরে আর জল চাপ দিয়ে নিতে পারি তাহলে এই স্ক্রিনশটটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তার জন্য যা করতে হবে- টেক্সটুল বা টাইপ টুলে ক্লিক করে স্ক্রিনশটের উপরে ক্লিক করতে হবে লেখার সাইজ টা অনেক বড় হলে লেখার সাহিত্য ছোট করে নিতে হবে। 

লেখা শেষ হলে মকবুল করে ডানে বামে বড় করে নিতে হবে। এবার এগিয়ে অপসিটি কমিয়ে নিতে হবে। তাহলে জলছাপ হয়ে যাবে। এবার সেভ করার জন্য কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে চাপ দিতে হবে তাহলে সে বটন আসবে সেখানে একটা নাম দিয়ে সেভ করতে হবে। যেমনটি আমি একটি স্ক্রিনশট সেট করলাম।

আর্টিকেলের মধ্যে স্ক্রিনশট যুক্ত করার নিয়ম

আমরা এর আগে যেগুলো বর্ণনামূলক আর্টিকেল লিখেছি সেগুলোতে যেভাবে ফিচার ইমেজ সেট করেছি ঠিক একই ভাবে ব্লক পোস্টে লেখার যে অংশে স্ক্রিনশটটি সংযুক্ত করতে চায় সে অংশে কার সাথে রেখে ইনসার্ট ইমেজ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। 

এরপর আপলোড ফ্রম কম্পিউটার এই অপনে ক্লিক করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করে স্ক্রিনশট সিলেক্ট করে সাবমিট করতে হবে তাহলে স্ক্রিনশটটি পেজের ওই অংশে চলে আসবে।

স্কিনশট ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখবেনগ্রামারটিকাল এরর সংশোধন করার নিয়ম

আমরা কম্পিউটারে যে পোস্টগুলো লিখে তার মধ্যে গ্রামার্টিক্যাল বা ব্যাকরণগত অনেক ভুল থাকে। কোন কোন সময় এ ভুলগুলো নিজেরা সংশোধন করতে পারি না। গ্রামাটিকেল এরর দুই ভাবে চেক করা যায়। বাংলা লেখার ক্ষেত্রে এক ধরনের এবং ইংরেজি লেখার জন্য আরেক ধরনের। 

যেকোনো ব্রাউজারে ইন্টারফেসের মাধ্যমে ইংরেজি গ্রামারটিক্যাল এরর চেক করা যায় কিন্তু বাংলা চেক করার জন্য আলাদা অ্যাপস বা সফটওয়্যার যুক্ত করতে হয়। আসুন জেনে নেই কিভাবে ভুল সংশোধন করা যায়-

ইংরেজি লেখা সংশোধনঃ কম্পিউটারে ইংরেজি লেখার সময় কোন ওয়ার্ড এর বানান ভুল হলে তার নিজ দিয়ে লাল কালারের আন্ডারলাইন মার্ক করা থাকে যেটি দেখে বোঝা যায় বানান ভুল হয়েছে।

 এরপর বানান সংশোধন করার জন্য লাল আন্ডারলাইন যুক্ত ওয়ার্ড এর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে তাহলে লোডিং ডিকশনারিতে কয়েকটি সঠিক বানানের ওয়ার্ড দেখাবে সেখান থেকে সবচেয়ে সঠিক মনে হবে সেটির উপর ক্লিক করলে বানান অটোমেটিক সংশোধন হয়ে যাবে।

বাংলা লেখা সংশোধনঃ বাংলা লেখার ভুল সংশোধন করার জন্য অভ্র স্পিল চেকার সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। আপনি চাইলে অভ্রচেকার সফটওয়্যার এর মধ্যে লিখে সংশোধন করে নিতে পারেন। যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তবে স্টার্ট মেনু তে ক্লিক করে অভ্র স্পিল চেকার লিখে সার্চ করলে এটি চলে আসবে। 

অভ্র স্পিল চেকার ওপেন করার পর কিছু লিখে স্পিল চেক এ ক্লিক করলে তারপর স্পিল চেক নাউ অপশনে ক্লিক করতে হবে। তাহলে যে বানানটি ভুল সেটি সিলেক্ট হয়ে যাবে এবং কয়েকটি সঠিক শব্দ চলে আসবে এর মধ্যে কে যেটি সঠিক শব্দ মনে হবে সেটি সিলেক্ট করে চেঞ্জ অল অপশনে ক্লিক করলে সমস্ত ভুল লেখাগুলো একসঙ্গে সংশোধন হয়ে যাবে।

কপিরাইটিং বিশ্লেষণ

কপিরাইট কথাটি আসলে মনে হতে পারে কোন লেখা সিলেক্ট করে কপি করা এবং অন্য জায়গায় পেস্ট করা, আসলে সেরকম নয়। 

আসলে কপিরাইট হচ্ছে আপনি যে সেবা বা পণ্য কাস্টমারকে দিতে যাচ্ছেন সে পণ্য বা সেবা সম্পর্কে কাস্টমার মনোযোগ আকৃষ্ট করে এবং সেই অন্য সম্পর্কে নিশ্চয়তা দিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কপিরাইটিং। এর সাথে তিনটি বিষয় সম্পর্কযুক্ত যেমন-
অ্যাটেনশন
প্রমিজ
কল টু একশান

অ্যাটেনশন হচ্ছে মনোযোগ আকর্ষণ করা সেই বস্তু সম্পর্কে বা যিনি সম্পর্কে এবং বিশ্বস্ততার সাথে সেই একই জিনিস কাস্টমারের প্রয়োজন অনুসারে তার চাহিদা মত সেখানে পৌঁছে দেয়া হচ্ছে এর মূল কাজ। আমরা এখানে সেখানে বা রাস্তার পাশে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা ব্যানার দেখে থাকে সেই লেখাগুলোর কয়েকটি লেখা হচ্ছে কপিরাইট। যে লিখে থাকেন সে হচ্ছেন কপিরাইটার।

প্লেগারিজম কি এবং এটি করা উচিত নয় কেন

অন্যের গবেষণা, সাহিত্য, এবং আইডিয়া নিজের নামে প্রকাশ করাকে প্লেগারিজম বলে। এছাড়াও যে কোন প্রতিষ্ঠানের গবেষনা, সাহিত্যকর্ ও প্রতিবেদন এবং সম্পাদনা কর্ হুবহু অথবা আংশিক পরিবর্নন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেগারিজম বলে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অনেক রকম প্লেজারিজম দেখা যায়। । 

আজকালের এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। একজনের আইডিয়া, কথা, গ্রাফিক্স , প্রোগ্রামিং কোড, ছবি, গান, ডাটা ইত্যাদি অনুমতি না নিয়ে অন্যজন ব্যবহার করছে। যার ফলে উৎসের মল্লিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সৃজনশীলতা হচ্ছে। প্লেগারিজম এর ফলে ব্যক্তি সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্যপ্লেগারিজম এড়িয়ে চলা উচিত। 

প্লেগারিজম এড়িয়ে চলার জন্য কতগুলো উপায় অবলম্বন করা যেতে পারে। তার জন্য সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে কন্টেন লিখতে হবে। অন্য কারো তথ্য ব্যবহার করলে তার নাম উল্লেখ করতে হবে। কারো অর্থ থেকে তথ্য নিলে যেটুকু সরাসরি তা নেওয়া হয়েছে তা উদ্ধৃতি চিহ্নের ‘‘()” মধ্যে রাখতে হবে। আর্টিকেল লেখার সময় অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখতে হবে।

আর্টিকেলস স্পিনিং ও ক্রাপিং বিশ্লেষণ

আর্টিকেল স্পিনিং সাহিত্যিক প্রযুক্তি বা সাংবাদিক কার্যক্রম যা একটি মৌলিক লেখা বা আর্টিকেল থেকে একটি নতুন আর্টিকেল তৈরি করে তার ভাষার পরিবর্তন, উপাদান পরিবর্তন, ও সংরক্ষণ করে, এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় টেকনিক বা সফটওয়্যার যেমন আর্টিকেল থেকে বিভিন্ন উপাদান প্রস্তুত করতে সাহায্য করে। 

অর্থাৎ- একটা আর্টিকেল কে কপি করে সফটওয়্যার এর মাধ্যমে কিছু সমর্থক শব্দ পরিবর্তন করে অন্য আরেকটা নতুন আর্টিকেল তৈরি করাকে স্পিনিং বলে। এভাবে আর্টিকেল প্রস্তুত করে পাবলিশ করা কিন্তু মোটেও উচিত নয়। এটা গুগল ট্রাকারে ধরে ফেলতে পারে। তবে হ্যাঁ একসময় এ পদ্ধতিতে আর্টিকেল স্পিনিং করে পাবলিশ করা হতো এতে করে।

স্ক্র্যাপিং বিশ্লেষণ- আর্টিকেল ক্রাফিং হল ওয়েবসাইট থেকে তথ্য বা তথ্য সংগ্রহ এর একটি সহজ এবং প্রচলিত উপায়। স্কেপিং করার নিয়ম হচ্ছে শুধুমাত্র কোন একটা কিওয়ার্ড সেই সফটওয়্যার লেখার পর স্ক্রাপ বাটনে ক্লিক করলে, সে কিওয়ার্ড দিয়ে সম্পূর্ণ একটি আর্টিকেল লিখে দিবে। এবং কয়েক মিনিটের মধ্যে। 

এভাবেও এক সময় আর্টিকেল লিখে পাবলিশ করা হতো। আর্টিকেল স্ক্রাপিং করবেন কিভাবে গুগলে গিয়ে আর্টিকেল স্প্রেকার লিখে সার্চ দিলে অনেকগুলো আর্টিকেল লেখার ব্যাপার চলে আসবে আপনি সেখান থেকে যে কোন একটা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

উপসংহারঃ উপরে লেখা গুলির মাধ্যমে স্ক্রিনশট কিভাবে নিতে হয়, আর্টিকেলের মধ্যে স্ক্রিনশট যুক্ত করার নিয়ম, গ্রামারটিকাল এরর, আর্টিকেল স্প্রিনিং, স্ক্রাপিং করা এবং ব্যবহার করা যাবে কিনা এসে বিষয়ে জানতে পারলেন। এই পোস্টটি ভাল লাগলে অন্যদের করতে উৎসাহিত করুন। এবং সম্ভাব হলে শেয়ার করে দিন । ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪